চলমান প্রকল্পের সারসংক্ষেপঃ-
প্রকল্পের নামঃ এন.এ.টি.পি(ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট)
একটি স্বমন্বিত প্রকল্প-মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় এবং কৃষি মন্ত্রনালয় বাস্তবায়নকারী মন্ত্রনালয়।
অর্থের উৎস --১)বিশ্ব ব্যাংক=৭৪%
২)ইফাদ =২৩%
৩)জিওবি =৩%
উদ্দেশ্যঃ এই প্রকল্পের আওতায় প্রানিসম্পদ(অঙ্গঁ)-আধুনিক এবং বিজ্ঞান সন্মত কিন্তু ব্যয় কম বিভিন্ন ধরনের টেকসই কৌশল অবলম্বনের মাধ্যমে সার্বিক প্রানিসম্পদের উন্নয়নের লক্ষ্যে -কৃষক,খামারী,ব্যবসায়ীদের সচেতন করা ও কৌশলগুলো প্রয়োগে সহযোগিতা,উৎসাহ প্রদান করা।
প্রকল্পের ভিত্তিঃ
এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্স-এ একটি করে ফিয়াক(ফার্মাস ইনফরমেশন এন্ড এডভাইস সেন্টার) রয়েছে এবং একজন করে CEAL(Community extension agent for Livestock)রয়েছে।CEAL এর তত্বাবধানে প্রতিটি ইউনিয়নে১৫-২০
জন বিশিষ্ঠ ৩ টি করে গ্রুপ রয়েছে।১১টি ইউনিয়নে মোট ৩৩টি গ্রুপ রয়েছে।
প্রকল্পের পর্যায়ঃ
প্রথম পর্যায়(৫ বছর) শেষ। ২য় পর্যায়ের প্রথম বৎসর শুরু।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS